বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর আমাকে উদ্ধৃত্ত করে দলটির নেতারা গণমাধ্যমের কাছে যেসব কথা বলেছেন তাতে আমরা (জার্মানি) অসন্তুষ্ট হয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার।
বুধবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’এ মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় ডিক্যাব’র সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
অচিম ট্রস্টার বলেন, বিএনপি কেনো নির্বাচনে অংশ নেয়নি এবং নিতে চায় না, বৈঠকে সে বিষয়টি ব্যাখ্যা করেছেন দলটির নেতারা। এর বেশি কোনো আলোচনা হয়নি। কোনো দেশই তার অভ্যন্তরীণ বিষয়ে হস্থক্ষেপ পছন্দ করে না, বাংলাদেশে তেমনটা করার কোনো ইচ্ছে নেই জার্মানির।
জার্মান রাষ্ট্রদূত আরো বলেন, জার্মানি বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়েছে। বাংলাদেশের বিভিন্ন খাতে দেশটির ৩ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জার্মানির নতুন নতুন খাত অনুসন্ধান করছে।
বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জার্মান।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছিলো। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

