কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের সিআইডি কার্যালয়ের কাছের একটি বাসায় শেফালী বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শেফালী বিশ্বাস তার স্বামীর সঙ্গে ২৭৫নং বিল্ডিংয়ের দোতলায় ভাড়া থাকতেন।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্বামী আনন্দ কুমার বিশ্বাস বলেন, ঘটনার সময় আমি ভাড়া বাড়ির ফ্ল্যাটের কাজ দেখার জন্য চারতলায় ছিলাম। খবর পেয়ে নিচে এসে দেখি গলায় শাড়ি পেঁচানো গায়ে আগুন লাগা অবস্থায় শেফালী পড়ে আছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেফালীর ভাই দিপক কুমার বিশ্বাস জানান, তার বোনকে হত্যার পাশাপাশি বাসা থেকে কিছু নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে। এতে বাধা দেয়ায় হয়তো তাকে এভাবে হত্যা করা হতে পারে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের ভাড়া বাসা থেকে শেফালী বিশ্বাস নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ