জেলা পরিষদে ‘প্রশাসক’ নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার

আরো পড়ুন

জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার চেয়ারম্যান-কাউন্সিলররা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ভোটার। কিন্তু করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বেই স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে।

ইউপি নির্বাচনসহ অনেক নির্বাচনই যথাসময়ে সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সে কারণে জেলা পরিষদের নির্বাচনও করা যায়নি।

তিনি আরো বলেন, এর পাশাপাশি জেলা পরিষদকে জনকল্যাণমুখী করার জন্য আইনের সংশোধন করার প্রয়োজন ছিল। ইতোমধ্যে সেই আইনও সংশোধন করা হয়েছে। বর্তমান আইনের বিধান অনুযায়ী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার সুযোগ আছে। সেটা করার জন্য উদ্যোগও নেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ