সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় খাদিজা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দাবি নিহতের স্বজনদের।
নিহত খাদিজা পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের সোহরাব হোসেনের মেয়ে এবং কুমিরা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
নিহতের মা মর্জিনা বেগম জানান, সকালে তরকারি রান্না করা নিয়ে আমি আমার মেয়েকে বকাবকি করি। তারপর সে ঘরে চলে যায়, অনেক সময় তার সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঘুলন্ত দেহ দেখতে পাই। এরপর ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

