ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
শনিবার (১৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী (১)বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, সাদ্দাম হলের দায়িত্বপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাসকে অব্যহতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। একইসঙ্গে তার স্থানে ড. আসাদুজ্জামানকে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গ, এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন । পাশাপাশি নতুন প্রভোস্টকে অবশ্যই ক্যাম্পাসে বসবাস করতে হবে বলেও অফিস আদেশে বলা হয়।

