বগুড়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম জব্দ

আরো পড়ুন

বগুড়া : বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের মৃত দেবেন্দ্রনাথের ছেলে নিলু চন্দ্র প্রামানিক (৪৫) ও তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামানিক (২২)।

এর আগে পুলিশ শেখ কলমা গ্রামের আকরাম হোসেন বাবলুর ছেলে শামিম হোসেনকে (৩০) গ্রেফতার করে। সেই সূত্র ধরে পুলিশ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে একরাম হোসেনকে (৩০) দুই পায়ের হাঁটুতে গুলি করা হয়। এঘটনায় পুলিশ ওই রাতেই শামীমকে গ্রেফতার করে। সেই ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ নিলু প্রামানিকের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিলু প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। বাড়ির টয়লেটের কাছে মাটির নিচে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে উদ্ধার করা হয় একনলা বন্দুক তৈরির সরঞ্জাম। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একনলা বন্দুক তৈরির ব্যারেল ৫টি, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফায়ারিং পিন ৬টি, বন্দুকের ট্রিগার ৬টি, বন্দুক তৈরির স্টিলের খাপ ৫টি, স্টিলের নল ৪টি, বিভিন্ন সাইজের লোহার পাত ১৯টি, ব্যারেলে অংশ ১টি, ৩টি লোহার খাঁজ কাটা রডসহ অন্যান্য সরঞ্জাম।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে একরাম হোসেন বগার দুই পায়ে গুলি করে শামিম। এলাকায় তাদের পৃথক পৃথক গ্রুপ রয়েছে। এই মামলা তদন্ত করতে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অস্ত্র তৈরির সঙ্গে বিভিন্ন এলাকার আরও কয়েকজন জড়িত রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ