চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের উদ্দগ্যে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইরুফা সুলতানা,বিশেষ অতিথি জনাব মোঃ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ চৌগাছা থানা, জনাব নূর উদ্দীন আল মামুন হিমেল মেয়র চৌগাছা পৌরসভা।
এ সকল মেহমানদের সমন্বয়ে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সহকারি অধ্যপক জনাব মোঃ ইয়াকুব আলী ভারপ্রাপ্ত সভাপতি চৌগাছা প্রেস ক্লাব, তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জল, যশোর বার্তা সম্পাদক জনাব শিহাব সুমন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফাজিলাইচ উজ্জল, চৌগাছা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহামুদ, কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল,এম শাহিন, রিয়াজুল ইসলাম,সুজন দেওয়ান, সাংবাদিক এহসান জামিল, সাংবাদিক জাহিদ হাসান সোহান, কবি শেখ মাফিজুল ইসলাম, কবি ফারুখ আহাম্মেদ, কবি মুস্নি সাগর, সাবেক সভাপতি বাবলুর রহমান, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, রফি উদ্দীন ব্যাপারী, কবি আমিনুর রহমান সাংবাদিক শওকত আলী, সাংবাদিক মিজানুর রহমান , প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ডিভাইন মসজিদের খতিব মাওলানা হুমায়ন আহম্মেদ।
জাগো/এমআই

