সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামিলা আক্তার মিম নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটির্ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামিলা আক্তার মিম (১২) শ্যামনগর উপজেলার ভামিয়া পোড়াকাটলা গ্রামের সাইফুল ইসলামের কন্যা ।
স্থানীয়রা জানান, মিম তার খালার সাথে সকালে বাজার করে বাড়ি ফেরার সময় শ্রীফলকাটি কালভার্ট নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জাগো/এমআই

