ফেসবুকে বৈশাখবিরোধী স্ট্যাটাস, যুবক গ্রেফতার

আরো পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে অপপ্রচার ও ধর্মীয় উগ্রবাদী জিহাদে যোগ দেয়ার আহবানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

রাসেল সরদার রাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

মঙ্গলবার রাতে বেইলি রোড থেকে গ্রেফতারের পর বুধবার তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ বাহিনী, স্থাপনা ও বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচার, উগ্র মতবাদপুষ্ট দলে যোগদানের আহবান দেশে কালেমার পতাকা ওড়ানোতে ইচ্ছুক এমন বিতর্কিত পোস্ট করে আসছিল এক শ্রেণির অপরাধীচক্র। বিশেষ প্রযুক্তির সহায়তা, গোপন তথ্য ও ইনটেলিজেন্সের মাধ্যমে শনাক্ত করে এই চক্রের অন্যতম সদস্য রাসেল সরদার রাজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, রাসেল তার ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার হুমকি ও অন্যদের জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়ার আহবান জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিটিটিসির কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উগ্র মতবাদপুষ্ট পোস্ট ও ভিডিও দেখে রেডিক্যালাইজড হন রাসেল। পরে তিনি ফেক ফেসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামক একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেন এবং অন্যদেরও যোগদানে আহ্বান করেন।

সিটিটিসি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের এসআই গোলাম রসুল বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। এই মামলায় তিন দিনের জিজ্ঞাসাবাদে নেয়ার আবেদন মঞ্জুর হয়েছে বুধবার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ