পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩১ হাজার অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হবে। উপজেলার প্রকৃত অসহায় মানুষকে ওই চাল দেয়া হবে।
জবাবদিহিতার সাথে ভিজিএফ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে মাসিক সমন্বয় সভা এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিব লিংকনের সঞ্চলনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর আরশেদ আলী রহমান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ইসলাম রাসেল, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন ও ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন।
মাসিক সভা থেকে এডিপির উন্নয়ন প্রকল্প জুনের মধ্যে শতভাগ সম্পন্ন করার সিদ্ধান্তও নেয়া হয়।

