স্কুলেই চুল বাঁধা-উকুন বাছা, ১০ শিক্ষককে শোকজ

আরো পড়ুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেশকিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শনে অনেক শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে না আসা এবং বিদ্যালয়ে এসে মাছকাটা, চুল বাঁধা উকুন বাছাসহ নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। এ সমস্ত অনিয়মের প্রেক্ষিতে অভিযুক্ত ১০ শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।

গত ৭ ও ৯ এপ্রিল উল্লাপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।

পরে সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

দুই দিন পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন, কিছু বিদ্যালয়ের বেলা ১০টার পরেও বেশির ভাগ শিক্ষক অনুপস্থিত ছিলেন। উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, এক নারী শিক্ষক অন্য এক নারীর সহযোগিতায় মাথার চুলের বেণি বেঁধে নিচ্ছেন। অপর স্কুলে এক নারী শিক্ষক অন্যের দ্বারা মাথার উকুন বেছে নিচ্ছেন। একটি বিদ্যালয়ে ছেলে মেয়েরা ক্লাসে ও বিদ্যালয় চত্বরে হৈ হুল্লোড় করে বেড়াচ্ছেন।

স্থানীয়দের কাছে তিনি অভিযোগ পান, অনেক শিক্ষক মাছ কিনে স্কুলেই কোটাবাছা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ