ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে যুবদল নেতা সুমন রেজার মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকালে আলমডাঙ্গা ওসমানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন রেজা(৩৪) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার সৈয়দ আকরাম হোসেনর ছেলে ও জেলা যুবদলের সদস্য।
জানা যায়, রবিবার বিকালে সুমন রেজা ব্যাক্তিগত কাজ সেরে আলমডাঙ্গা হারদি থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জাগো/এমআই

