নিজস্ব প্রতিবেদক: যশোরে জমিজমার বিরোধে প্রতিবেশির শাবলের আঘাতে রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে রহমানের ছেলে আরিফ হোসেন (২৬) আহত হয়েছেন।
নিহত রহমান আড়পাড়া গ্রামের দেলোয়ার দফাদারের ছেলে। তিনি পেশায় একজন দর্জী।
নিহত রহমানের পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে তাদের নিজস্ব জমিতে ঘরের নির্মান কাজ নিয়ে প্রতিবেশী মফিজুল ও মফিজুলের ভাই আজিজুল এবং মফিজুলের ছেলে ইসমাইলের সাথে গোলযোগ বাধেঁ। বাকবিতন্ডের এক পর্যায়ে রহমানের পরিবারের সদস্যদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা করে মফিজুলের পরিবার। ইসমাইল এক পর্যায়ে রহমানের মাথায় শাবল দিয়ে আঘাত করে। এতে রহমান ও রহমানের ছেলে আরিফ হোসেন রক্তাক্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রহমান সন্ধ্যা ৭টার দিকে মারা যান। আহত আরিফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমার বিরোধে নিয়ে রহমান নামে এক বৃদ্ধ মারা গেছে ও তার ছেলে আহত হয়েছে।
জাগো/এমআই

