সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৯এপ্রির) ভোর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার নাম আম্বিয়া খাতুন (৭০)। তিনি উপজেলা ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
নিহতের ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল জানায়, আমার মা হাজি নিয়মিত নামাজ কালাম করতেন। মা প্রতিদিন রাতে খাবার খেয়ে একা দু’তলায় ঘুমাতেন। আজ সেহরি খাওয়ার সময় মাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পাই। ওই সময় মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আর রক্তের দাগ ছিল। তিনি আরো জানান, মায়ের ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপ ছিল রাতের কোন এক সময়ে খাট থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
এলাকাবাসী জানায়, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা এবং জমির একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এক সপ্তাহ ধরে আম্বিয়া খাতুন মেয়ের বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন। শনিবার ভোরে আম্বিয়া খাতুনের রক্তাক্ত লাশ দেখি আমরা। সম্পত্তির লোভে তাকে ছেলে মেয়েরা হত্যা করতে পারে বলে এমন দাবী তাদের।
কালিগঞ্জ থানার ওসি গোলাম মোন্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়ন্তাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনাটি রহস্যজনক বলে বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
কিশোর কুমার/এমআই

