নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রওশন ইকবাল শাহীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৮এপ্রিল) বিকেল ৪টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্প সদস্যরা শহরের পুরাতন কসবা কাজীপাড়া (তেতুলতলা) এলাকার নিজ বাড়ি থেকে শাহীকে গ্রেফতার করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান। গ্রেফতার রওশন ইকবাল শাহী যশোর জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি ছিলেন।
জানা যায়, ২০১৪ সালের ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ৩নং আসামি রওশন ইকবাল শাহী। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার তাকে র্যাব গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ মে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে যবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা এই কমিটির বিরোধিতা করে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুটি গ্রুপে বিভক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ পদবঞ্চিতদের পক্ষে নেতৃত্ব দেওয়ায় তাকে হত্যা করা হয়। ২০১৪ সালের ১৫ জুলাই নিহত রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। হত্যা মামলাটি সিআইডি তদন্ত করে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
জাগো/এমআই

