নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকেলে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহী পুরাতন কসবা কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
২০১৪ সালের জুলাই মাসে শহরের সার্কিট হাউজপাড়ার শুকুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহী। বিষয়টি র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান নিশ্চিত করেছেন।

