ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উত্তর রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫) ও শাকিল (২০)।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় একটি অটোরিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এমন সময় গফরগাঁও থেকে আসা ভালুকাগামী একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ