মণ প্রতি খরচ ১০০০ টাকা, বিক্রি ৫০০ টাকা, ক্ষতিগ্রস্ত কৃষকরা

আরো পড়ুন

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ধ্বস নেমেছে পেঁয়াজ-রসুনের বাজারে। এখন চলছে মসলা জাতীয় এই ফসল উত্তোলন ও কেনা-বেচার ভরা মৌসুম। তবে চাষীসহ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কপালে ভাজ পড়েছে পেঁয়াজ-রসুনের দাম নিয়ে। অসহায় কৃষকরা বাধ্য হয়ে কম দামে পিয়াজ রসুন কম দামে বিক্রি হচ্ছে।

শৈলকুপা উপজেলার সব থেকে বড় পিঁয়াজের হাট বসে শৈলকুপা বাজারে। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ২/৩ হাজার মণ পিয়াজ ক্রয় বিক্রয় হয় এই বাজারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিমণ পিয়াজ ৫০০/৬০০ টাকা দ্বরে বিক্রি হচ্ছে। যেখানে মণ প্রতি উৎপাদন খরচই হয়েছে ১০০০/১২০০ টাকা। আবার প্রতিমণ রসুন একই দামে বিক্রি হচ্ছে। রসুনে উৎপাদন খরচ আরো অনেক বেশি বলে জানিয়েছেন কৃষকরা।

শৈলকুপা বাজারে পিয়াজ বিক্রয় করতে আশা একাধিক চাষি গণমাধ্যম কর্মীদের অভিযোগ করেন, পিঁয়াজের দাম বৃদ্ধি পেলে সরকারের এবং জনগণের মাথা নষ্ট হয়ে যায়৷ আর আজ কৃষক তার উৎপাদিত পিয়াজের সঠিক মূল্য পাচ্ছে না এটা সরকার দেখছেই না।

তারা আরো বলেন, মণ প্রতি খরচ হয়েছে ১০০০/১২০০ টাকা আর বিক্রি করছি ৫০০/৭০০ টাকা এতে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ