মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুুরে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় মহেশপুর সীমান্ত উপজেলার যাদবপুর ইউপির মাটিলা বিওপির টহলদল মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা যাদবপুর ইউপির মাটিলা গ্রামের রমজান আলী (৪২) ও সুরুজ হালসানা (৩০) উভয়ের মাটিলা গ্রামের বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজিরির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

