’শিক্ষক বাতায়নে’ দেশ‌সেরা বাগেরহাটের হোসনেয়ারা খাতুন

আরো পড়ুন

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে শিক্ষক বাতায়‌নের দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। সম্প্র‌তি শিক্ষাবিষয়ক ও‌য়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তার ছ‌বিসহ এ তথ্য প্রকাশ করে‌ছে।

এর আগে ২০১৯ সালের ২০ জুলাই হোসনেয়ারা খাতুনকে জেলা মাধ্যমিক শিক্ষক অ্যাম্বাসাডর হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষক বাতায়ন। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছিলেন তিনি।

শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, সারা দেশে শিক্ষকদের মধ্যে ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়েছিল। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বা‌চিত হয় ৯৫৩টি। এতে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতিস্বরূপ হোসনেয়ারা খাতুন দেশসেরা কনটেন্ট নির্মাতা মনোনীত হন।

হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্তপাঠের মাধ্যমে শিক্ষাব্যবস্থা‌কে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। আমি এই মাধ্যম‌ কা‌জে লা‌গি‌য়ে আমার বিদ্যাল‌য়ের শিক্ষার্থীসহ সারাদে‌শের শিক্ষার্থী‌দের জন্য কিছু করার চেষ্টা ক‌রে‌ছি। ভ‌বিষ্য‌তেও আমার এ চেষ্টা অব্যাহত থাক‌বে।

তিনি আরো বলেন, আমার ছবি শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে, যা আমার চাকরিজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ছাড়া জেলা অ্যাম্বাসাডর হয়ে আইসিটিতে নিজ জেলাকে এগিয়ে নিতে দিন-রাত কাজ করে যাচ্ছি। সেরা কন্টেন্ট নির্মাতার এই স্বীকৃতি আমার কাজের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, হোসনেয়ারা খাতুন একজন পরিশ্রমী শিক্ষক। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষক বাতায়নে ডিজিটাল কনটেন্টে নির্মাণ করে তিনি দেশসেরা হয়েছেন, এ জন্য তাকে শুভকামনা জানাই। এ ছাড়া অন্য শিক্ষদেরও ডিজিটাল কনটেন্ট নির্মাণে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হোসনেয়ারা খাতুন ২০০৫ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। বিদ্যালয়ে উদ্দীপনা সম্মাননা স্মারক, বিটিটি কোর্স ফলোআপে মাস্টার ট্রেইনার, ICT4E Ambassador সম্মাননাসহ বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি। এ ছাড়া তিনি যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাস্টার ট্রেইনার ও যশোর বোর্ডের প্রধান পরীক্ষক (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ