বাড়তে পারে স্কুল-কলেজের ছুটি

আরো পড়ুন

রমজান মাসে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে নিয়মিত ক্লাস চালু রাখার সরকারি সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হচ্ছে। এতে স্কুল-কলেজের ছুটি কয়েকদিন বাড়তে পারে।

রবিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী স্কুল-কলেজের ছুটি সমন্বয়ের জন্য বলেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে জেনেছি। মনে হচ্ছে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ