মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল করে বসত ভিটা নির্মাণ করেছে আব্দুল করিম। যার ফলে স্কুলে যেতে বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
এই বিষয়ে প্রধান শিক্ষক জনাবউসমান গনি জানান, বাচ্চাদের স্কুলে আসার পথটি বন্ধ করে রেখেছে আব্দুল করিম। আমরা রাস্তাটি মুক্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল হুদা জিন্টুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলটি সরোজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আসা যাওয়ার ব্যবস্থা করি।
জাগো/এমআই

