রায়হান হোসেন, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ডিভাইন গ্রুপের নির্মাণাধীন দশতলা হাসপাতাল ভবন থেকে পড়ে সোহান হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।
শুক্রবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের সদর চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সোহান হোসেন পাবনা জেলার সোজানগর উপজেলার চিনেখরা গ্রামের আইন উদ্দীনের ছেলে।
এ দুর্ঘটনার সাথে সাথে ডিভাইন গ্রুপের কর্মকর্তারা এলাকায় রেড এলার্ট জারি করেন। এ সময় নির্মাণাধীন ভবনের ভেতর থেকে কোনো শ্রমিককে বাইরে এবং বাইর থেকে কাউকে ভেতরে যেতে দেয়া হয়নি। এমনকি সাংবাদিক পরিচয় দিলেও প্রবেশ করতে দেননি।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর নির্মাণাধীন এই ভবন থেকে ইট মাথায় পড়ে উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শাহাজানের ছেলে টিটো হোসেনের মৃত্যু হয়। ওই সময় ডিভাইন কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টার অভিযোগ করেন নিহত টিটোর পরিবার।
ডিভাইন গ্রুপের কর্মরত ওমর আলী গ্রুপের রড মিস্ত্রি সেলিম হোসেন বলেন, সোহান শুক্রবার নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজে যোগ দেন। বিকেলে দশতলা থেকে পড়ে যান সোহান। আহত সোহানকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশটি হেফাজতে নিয়েছে।

