কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌর শহরের প্রধান সড়কের দুইপাশে গোলাপ ফুলের টব স্থাপনের মাধ্যমে শহরের শ্রীবৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। বৃহষ্প্রতিবার (৩১মার্চ) দুপুরে মেয়র রফিকুল ইসলাম পৌরসভার ট্রাকযোগে শহরের প্রধান সড়কের দুইপাশের ফুটপাথ সংলগ্ন স্থানে এ টব স্থাপন করেন।
কেশবপুর প্রেসক্লাবের সামনে থেকে থানা মোড় পর্যন্ত এ ফুলের গাছ স্থাপনের উদ্যোগ নেয়ায় শ্রীবৃদ্ধি হয়েছে শহরের। কেশবপুর পৌরসভা এলাকাকে দৃষ্টি নন্দন পৌরসভা গড়তে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেশবপুর শহরের আলফা মেডিকেল ষ্টোরের মালিক ডাক্তার অনোয়ার হোসেন বলেন এই ধরণের উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমি আমার স্টাফদের প্রতিদিন গাছের পরিচর্যা করতে বলেছি। কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান বলেন কেশবপুর পৌরসভার শোভা বর্ধনে মেয়র যে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তা প্রশাংসার দাবি রাখে।
পৌর এলাকার ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানালেন।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধিতে শহরের প্রতিটা দোকানে ফুলসহ গাছ ও টব প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রধান সড়কের দুইপাশে ২শ গোলাপ ফুলের টব স্থাপন করা হয়েছে, আগামিতে আরো নুতন নুতন প্রজাতির ফুলের টব স্থাপন করা হবে।
উৎপল দে/এমআই

