রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া নিজ বাসা থেকে এইচএম ফরিদ উদ্দিন (৫০) নামে সাবেক পুলিশ সার্জেন্টের মরদেহ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
শনিবার (২৬ মার্চ) রাতের দিকে এই ঘটনাটি ঘটে।
কাফরুল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ভোর চারটার দিকে পূর্ব শেওড়াপাড়া তার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত ফরিদ উদ্দিন মানসিক সমস্যার কারণে তার নিজ বাসায় পাঁচতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ফরিদ উদ্দিন সাবেক পুলিশ সার্জেন্ট ছিলেন।
তিনি আরো জানান, নিহতের বাসা পূর্ব শেওড়াপাড়ার ১০২০/২০ নম্বরে। নিজ বাসায় পরিবার নিয়ে থাকতেন। নিহত ফরিদ উদ্দিন দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।।

