দক্ষিণ আফ্রিকায় টাইগারদের স্বাধীনতা দিবস উদযাপন

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: গত বছরের বিজয় দিবসের মতো চলতি বছরের স্বাধীনতা দিবসেও দেশের বাইরে সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দেশে না থাকলেও স্বাধীনতা দিবসের যথাযথ মর্যাদা ও সম্মান দিতে ভোলেননি মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসরা।

দক্ষিণ আফ্রিকার চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজকের অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্য মিলে সমস্বরে গেয়েছেন জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত শেষেই শুরু হয়েছে দলের অনুশীলন।

এসময় অধিনায়ক মুমিনুল হক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক হাবিবুল বাশার সুমনদের হাতে ধরা ছিল গৌরবময় লাল-সবুজ পতাকা। পুরো দল মিলে পতাকা নিয়ে ছবিও তুলেছে।

আগামী শুক্রবার (৩১ মার্চ) ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এখন চলছে শেষ মুহূর্তের অনুশীলন পর্ব।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে ছিল টাইগাররা। সেদিন বৃষ্টির কারণে অনুশীলন করা সম্ভব হয়নি। তবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়েই বিজয়ের দিবসের আনন্দ ভাগাভাগি করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ