সাতক্ষীরা প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সাতক্ষীরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নলতা কলেজ মাঠে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরীম মাস্টার। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আ”লীগের সভাপতি আনিছুরজ্জামান খোকন, সাধারন সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা আল মামুনসহ জেলা, উপজেলা আ”লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীররা।
এসময় সেখানে, সোহাগ মাল্টিমিডিয়া এ্যান্ড ট্রাভেলস আয়োজনে, নলতা কলেজ মাঠে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে সেখানে স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, কবিতা, আবৃতি, ও নৃত্য পরিবেশন করেন।
কিশোর কুমার/এমআই

