সাতক্ষীরার জামায়াত নেতার মৃত্যুদন্ড রায়ে আনন্দ মিছিল

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল সহ দুই জামায়াত নেতার মৃত্যুদন্ড রায় ঘোষনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মাওলানা আব্দুল খালেক মন্ডল সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। অপর আসামী জামায়াত নেতা রোকনুজ্জামান খান শহরের পলাশপোল এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার এ রায় ঘোষনার পর দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিল বের করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেয়, মামলার স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, সাংবাদিক হাফিজুর রহমান মাছুম, সাতক্ষীরা সদর উপজেলা আ”লীগের সভাপতি শওকত হোসেন সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের মানুষ।

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার দুই জামায়াত নেতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হয়েছে। এরায়ে বিচার বিভাগকে স্বাগত জানিয়ে আমরা এই রায়ে আনন্দ প্রকাশ করছি। একই সঙ্গে সরকারের কাছে দ্রুত এই রায় কার্যকর করার দাবী জানান তারা।

মামলার স্বাক্ষী হাফিজুর রহমান মাছুম জানান, দন্ডপ্রাপ্ত জামায়াত নেতারা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময় হত্যা, ধর্ষন, অগ্নি সংযোগ, লুটপাট করেছে। ট্রাইব্যুনালে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। দ্রুত এই রায় কার্যকরের মধ্য দিয়ে সাতক্ষীরার মানুষ কলঙ্কমুক্ত হবে সরাকারের কাছে আশাবাদী তিনি। এদিকে জামায়াত নেতাদের রায় ঘিরে সাতক্ষীরা শহরের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্তকর্তা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি দ্বায়িক্তশীল সুত্র।

প্রসঙ্গত, শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ ৫ জনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেকের বিরুদ্ধে মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। এরপর ২০১৫ সালের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেকের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলা। যার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল। এছাড়া আসামির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনে প্রসিকিউশন। যার মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারিরীক নির্যাতনের অভিযোগ। ২০১৭সালে ১৯ মার্চ এই মামলার অভিযোগ পত্র প্রদান করা হয়।

২০১৮সালের ১৫ এপ্রিল মামলায় সাক্ষীদের সাক্ষ গ্রহনের মাধ্যমে এই মামলা বিচার কাজ শুরু হয় । সবশেষে ২০২১ সালের ১১নভেম্বর মামলার রায় ঘোষনার অপেক্ষমান ছিল। চলতি বছরে ২৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করা হবে বলে গত ২২ মার্চ ট্রাইবুনাল আদলতের প্রসিকিউটর রোজিনা সুলনতানা চমন বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন। তবে মামলার অন্যতম আসামী রোকনুজ্জামান খান পলাতক রয়েছে বলে জানা গেছে ।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ