নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বুধবার (২৩মার্চ) সারদিন ছিলো পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনদের ভিড় ও বুকফাটা আহাজারি। দিনের অগ্রভাগ দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে জেলার বিভিন্ন প্রান্তে ঘটেছে তিনটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। এতে ৩ জন নিহত ও আরও ১০জন আহতের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা দেড়টার দিকে যশোর শহরের পুলেরহাট বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীফ হোসেন(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়। শরীফ শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আসলাম হোসেনের ছেলে।
শরীফের বন্ধু সাকিব জানান, শরীফ দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল যোগে তার আরেক বন্ধুকে নিয়ে নিজস্ব ইটভাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলেরহাট বাজারে পৌছালে একটি এ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরীফ মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা শরীফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে ঢাকায় রেফার করে। এ সময় এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নেবার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের হওয়ার মুহুর্তে শরীফের মৃত্যু হয়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মরসালিনূর রহমান শরীফের মৃত্যু নিশ্চিত করেন।
একইদিন বেলা ২টার দিকে যশোরের শেষ সিমান্ত মাগুরার সীমাখালী বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তদের উদ্ধার করে পিকআপ যোগে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হলেন, মনিরামপুর উপজেলার উত্তরপাড়ার নাজমুল হোসেন(১৬), একই এলাকার মিন্টু(৪৫) যশোর শহরের পুলেরহাট এলাকার আমিনুর রহমান(৪৫), ও শহরের শেখহাটি এলাকার আবুল হোসেন(৫৫)।
অন্যদিকে একই দিন বেলা ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহন ও সোন ব্রিকসের ট্রাকের মুখোমখি সংঘর্ষে ঘটনাস্থলে ০২জন নিহতের ঘটনা ঘটে। বসুন্দিয়া বাজার সংলগ্ন ঘুনি দলনঘাটা জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সোনা ব্রিকসের শ্রমিক মুন্না (২০) ও তাজউদ্দিন (৪০)। তাদের ঠিকানা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল, অপরদিক থেকে সোনা ব্রিকসের খালি ট্রাক আসার পথে অপর একটি ট্রাককে ওভারটেকিং করার সময় সোহাগ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ট্রাকটি ছিটকে সরে গেলে দ্বিতীয়বার সড়কের পাশে দাড়িয়ে থাকা আরেকটি পন্যবাহী ট্রাকের সাথে ওই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে মারা যান সোনা ব্রিকসের শ্রমিক মুন্না ও তাজউদ্দিন। এ সময় ট্রাকের ড্রাইভারসহ, শ্রমিক ও বাসের যাত্রীসহ প্রায় ১০ জন আহত হলে স্থানীয়দের সহায়তায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাগো/এমআই

