তিন শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

আরো পড়ুন

কুমিল্লার বরুড়ায় দুইদিনে তিন শিশুকে ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা উপজেলার গৌরিপুর বাজার থেকে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

ওই বৃদ্ধের নাম আলী আকবর। তার বাড়ি বরুড়ার ভবানীপুরে।

এসপি বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে আকবর পলাতক ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে তাকে চান্দিনার গৌরিপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ওই তিন শিশুর বয়স ১০ বছরের কাছাকাছি। তাদের মধ্যে দুইজন চাচাতো বোন। তারা তিনজনই স্থানীয় একটি মাদরাসার ছাত্রী।

শিশুদের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মাদরাসার মাঠে শিক্ষার্থীরা প্রতিদিন খেলাধুলা করে। আলী আকবরের বাড়ি থেকে ৩০০ গজের মধ্যেই ওই মাদরাসা। আকবর দিনের বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন। গত ১৯ ও ২০ মার্চ শিশুরা মাঠে খেলতে গেলে তাদেরকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন।

ওসি জানান, সোমবার রাতে শিশুদের পরিবার থানায় গিয়ে অভিযোগ দেন, যা পরে দুইটি মামলা হিসেবে রেকর্ড হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ