রাজধানীতে ভবনের ছাদ লাফ দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আরো পড়ুন

ঢাকা অফিস: রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি বাসার চতুর্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে ধারণা করছেন তার বন্ধুরা।

বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে অনার্স সম্পন্ন করেন।

গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের বন্ধু পঙ্কজ জানান, আকাশ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে সে ছাদ থেকে লাফিয়ে পড়েছে, সেটি তাদের জানা নেই।

আকাশের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চরতা গ্রামে। বাবার নাম রতন রায়। বর্তমানে তিনি শুক্রাবাদে ৮/এ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ