লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হারুনুর রশিদ (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার আধুনগর বাজারে ডাম্প ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে ও ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নেল বলেন, ভোর সোয়া ৫টায় খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মূলত সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রীরা গাড়িতেই আটকে লেপটে যায়। আমরা মেশিন দিয়ে গাড়ির এক অংশ কেটে একজনকে উদ্ধার করেছি। হারুন নামের একজনের পরিচয় পেয়েছি। অন্যদের পরিচয় এখনো আমরা পাইনি। হারুন ওই এলাকার মা-মনি হাসপাতাল রোডের বাসিন্দা।

তিনি বলেন, ট্রাকটি মাটি বহন করে। এগুলো এমনিতেই বেপরোয়া গতিতে চলাচল করে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোবহান রহমান বলেন, এ পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ