নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে অভিমান করে রুমি খাতুন (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেদাপাড়া উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে। রুমি খাতুন ওই গ্রামের রাশেদুল গাজীর স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে খেদাপাড়া ক্যাম্পের টু আইসি সহকারী এএসআই সদরুল আলম বলেন, রুমি খাতুনের দুই বছরের একটি কন্যা রয়েছে। শনিবার রাতে তিনি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন। ভাত খেতে না চাওয়ায় তখন তিনি মেয়েকে মারধর করেন। এতে নিষেধ করতে আসলে জা জেরিনা খাতুনের সাথে রুমি খাতুনের বাকবিতণ্ডা হয়।
সদরুল আলম বলেন, জার সাথে ঝগড়া হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে ঘরে থাকা ঘাস মারা বিষপান করেন রুমি। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।
এএসআই সদরুল আলম বলেন, রুমি খাতুনের মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

