নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মোটরের লিকেস তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম প্রকাশ কুমার মন্ডল (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের হরেন মন্ডলের ছেলে।
বেড়াডাঙ্গী গ্রামের পল্লী চিকিৎসক মহিতোষ কুমার ঢালী জানান, নির্মাণ শ্রমিক প্রকাশ কুমার মন্ডল রাত সাড়ে আটটার দিকে বেড়াডাঙ্গী গ্রামের জনৈক শহিদুল ও রবিউলের মালিকানাধীন মাছের ঘেরের ভেড়িবাঁধের ওপর দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভেড়ি বাঁধের ওপর পেতে রাখা মোটরের লিকেস তারে স্পর্শ করে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে স্থানীয়রা ভেড়ি বাঁধের ওপর প্রকাশের মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের কাছে খবর পাঠায়। পরে পুলিশে খবর দেয়া হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির এ ঘটনার সত্যতা নিশ্চি করেছেন।

