কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মরা মাছ

আরো পড়ুন

কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে লাখ লাখ মরা মাছ। সমুদ্রের সুগন্ধা পয়েন্ট থেকে হিমছড়ির দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সৈকতে এসব মাছের মরদেহ জোয়ারের পানির তোড়ে ভেসে আসতে দেখা গেছে।

শনিবার (১৯ মার্চ) বিকেল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হিমছড়ির দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত লাখ লাখ মৃত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক ও স্থানীয়রা।

স্থানীয়রা এসব মাছ কুড়িয়ে নিচ্ছেন। এবং মাছগুলো দেখতে সৈকতে উৎসুক জনতার ভিড় জমে।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ জানান, সমুদ্র সৈকতে এই প্রথম এভাবে মৃত মাছ ভেসে আসতে দেখা গেল। হয়তো সাগরে মাছ ধরার কোনো ট্রলার থেকে এসব মাছ পড়ে গিয়ে সৈকতে ভেসে। মাছের পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিচ কর্মী শেখ মুনির হোসেন জানান, সমুদ্রে ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। সমুদ্র পরিষ্কার রাখার জন্য এসব মাছ কুড়িয়ে নিয়ে নিরাপদে রাখার কাজ করছেন সৈকতের পরিচ্ছন্নতা কর্মীরা।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম বলেন, ‘সমুদ্র সৈকতে অনেক মৃত মাছ ভেসে আসছে। কেন এমন হলো তা বুঝতে পারছি না। সমুদ্র তীরে আমার বসবাস দীর্ঘদিনের, জীবনে প্রথম সৈকতে এভাবে মাছ ভেসে আসতে দেখলাম।’

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, ঢেউয়ের সঙ্গে মরা মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথায় থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না।

এর আগে, গেল বছর সমুদ্র সৈকতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ