নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের রেলগেটস্থ অস্থায়ী কার্যালয়ে এসব আয়োজন করা হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠুর পক্ষে কেক কাটায় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোঃ ইব্রাহিম, সদস্য কামরুজ্জামান কামরুল, রবিউল ইসলাম, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান, সাবেক ছাত্রনেতা এস এম রয়েল, ফারুক হোসেন, জুয়েল খান, ঈমন তরফদার, জুবায়ের হোসেন পান্না, মোহাম্মদ রোনা, আজিম হোসেন, শুকুর আলি, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টুটুল, শামসুর রহমান প্রমুখ।

