ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় পুলিশি অভিযানে ১১’শ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক বাবু আব্বাস আলী (২৮) বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম এলাকার ইলিয়াস কাঞ্চনের ছেলে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ঝিকরগাছা বাজারের বাসষ্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানী হাউজের সামনে অভিযান চালানো হয়।
এসময় আসামী বাবু আব্বাস আলীকে ১১’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

