স্বর্ণের বার সহ চোরাকারবারি আটক

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে দুটি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৬মার্চ) সকালে তাকে জেলার কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত শাহারুল ইসলাম কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

বুধবার দুপুরের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আল মাহামুদ। তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে বিজিবির এক দল কলরোয়ার রাজাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শাহারুল নামে একজনকে আটক করে তার কাছ থেকে ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা । এ ঘটনায় শাহারুলকে কলারোয়া থানায় হস্তান্তর করে একটি মামলা দ্বায়ের করা হয়েছে।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ