বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ২৬ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের অভিযোগে চার কিশোরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩মার্চ) রাতে ভিকটিম মোহন ও ৪ কিশোরসহ ৫ জন নামীয় ও দুইজনকে অজ্ঞাত আসামী করে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে আজ ১৫ মার্চ ভোর রাতে সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে অন্য একজন হলো- ইসলামপুর হরিগাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোহন (২০)।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ইসলাম হরিগাড়ীর একটি জুট মিলে শ্রমিকের কাজ করেন। ১১ মার্চ রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজ শেষ করে জুট মিলের কোয়ার্টারে আশার পথিমধ্যে তার একটি বাটন মোবাইল হারিয়ে গেলে সেখানে খুঁজতে থাকেন। তখন মোহন ভিকটিমকে মোবাইল কে পেয়েছে এবং খুঁজে দেয়ার কথা বলে তার সাথে যেতে বলে। মোহন ওই ভিকটিমকে জুটমিলের পাশে একটি পুকুর পাড়ে নিয়ে যায় এবং সেখানে আরো ৪ জন কিশোর মিলে তাকে গণধর্ষণ করে। এরপর তারা ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে ইন্সপেক্টর (অপারেশন) মোঃ শাহীনুজ্জামান জানান, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে মোহন প্রাপ্তবয়স্ক হওয়ায় সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। বাকি ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

