মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত, আহত ১

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় রাজন হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। একই সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী যুবক মেহেদী হাসান (২২)।

মঙ্গলবার (১৫মার্চ) সকালে মহাসড়কের চুকনগর এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে । আহত যুবক বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তারা উভয়ে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান,মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। রাজন সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র ছিল তারা উভয়ই পৌরছাত্রলীগের সদস্য । আজ সকালে ঢাকায় যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি । নিহতের শোকাহত পরিবারে প্রতি সমাবেদনা জানান তিনি।

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদি হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন দুই যুবক। পথিমধ্যে চুকনগর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান রাজন নামের যুবক। এসময় গুরুতর আহত হয় আরোহী যুবক মেহেদি । স্থানীয়রা উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে ট্রাকটি বা চালক কে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ