খুলনায় গৃহবধু পারভিন হত্যা মামলায় প্রাক্তন স্বামীর মৃত্যুদন্ড

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় প্রাক্তন স্ত্রী হত্যার দায়ে লিটন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি এম ইলিয়াস খান ও শাম্মি আক্তার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের সূত্র জানায়, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত্যাকান্ডের পাচ বছর পূর্বে তাদের বিয়ে হয়। পারভীনের আগের ঘরের আট বছরের একটি কন্যা সন্তান নিয়ে লিটনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন ভালভাবে চললেও পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটত। স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা করে ব্যর্থ হয় লিটন মোল্লা।

হত্যাকন্ডের এক সপ্তাহ আগে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হয় লিটন। হত্যার পরিকল্পনা করতে থাকে সে। ২০২১ সালের ১৫ জুন রাতে পারভীনকে শাবল ও ধারালো ছুরি দিয়ে হত্যা করে লিটন। নিহতের বড় মেয়ে লিটনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন আদালতে স্বাক্ষ্য দিয়েছেন।আদালত সূত্র জানায়, সাত কার্য দিবসে মামলাটির বিচার কর্যক্রম শেষ হয়েছে।

নজরুল ইসলাম/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ