জাগো বাংলাদেশ ডেস্ক : সারাদেশে দুই দিন ই-পাসপোর্ট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। এই সময়ে এক ধরনের পরীক্ষা চালাবে তারা। এজন্য আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের সব বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)-এ ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ মার্চ, ২০২২ এবং ১৬ মার্চ তারিখে সকল বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। উক্ত দুই দিনে এপয়েন্টমেন্ট প্রাপ্ত আবেদনকারীদেরকে আগামী ২০ মার্চ তারিখ ও পরবর্তী কর্মদিবসে সেবা প্রদান করা হবে। অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা যাচ্ছে।
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আর ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) এর মধ্যে পার্থক্যকে তুলনা করা যেতে পারে অনেকটা চেকবই আর এটিএম কার্ডের মতো। চেকবই যেভাবে স্বাক্ষর যাচাই-বাছাই করে ব্যাংক কর্মকর্তারা অনুমোদন করে টাকা প্রদান করেন। কিন্তু এটিএম কার্ড দিয়ে যে কেউ নিজে থেকেই টাকা তুলতে পারেন। তেমনি এমআরপি পাসপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্য যাচাই বাছাই করে পাসপোর্টে সিল দিয়ে থাকেন। কিন্তু ই-পাসপোর্টধারী যন্ত্রের মাধ্যমে নিজে থেকেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন। তবে পরবর্তী ধাপে ইমিগ্রেশন কর্মকর্তারাই পাসপোর্টে আগমন অথবা বহির্গমন সিল দেবেন।

