মুক্তিযোদ্ধা সনদপত্র দেয়ার কথা বলে প্রতারণা করছে আব্দুর রব

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা সনদপত্র দেয়ার কথা বলে প্রতারণার শিকার হয়েছেন একই উপজেলার একটি পরিবার। সোমবার (১৪মার্চ) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে প্রতারণার হওয়ায় অভিযোগে করেন উপজেলার ধূপখালী গ্রামের সেলিম রেজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ধূপখালী গ্রামের আব্দুর রব বিশ্বাস একজন প্রতারক। মুক্তিযোদ্ধাদের সনদের কথা বলে সে আমরাসহ বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমার বাবা মৃত মমরেজ মোল্যা মুক্তিযোদ্ধের সময় মুজিববাহিনীতে যোগদান করে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরে তিনি মুজিব বাহিনীর সনদটি হারিয়ে ফেলেন। একদিন রব বিশ্বাস আমাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে থেকে সনদ সংগ্রহ করে দিতে পারবেন বলে জানান। ২০২০ সালের ১১ মার্চ রব বিশ্বাস একটি ফরম এনে ৭০ হাজার টাকা দাবি করেন। এরপর সরল বিশ্বাসে তাকে টাকা দিলে সে আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সচিবের স্বাক্ষরিত একটি সনদ এনে দেয়। যা বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডারদের দেখালে ভুয়া সনদ বলে উল্লেখ করেন।

আরও একদিন আব্দুর রব বিশ্বাস ও তার স্ত্রী মমতাজ বেগম আমার বাড়িতে এসে আমার ছেলেকে বিকেএসপিতে ভর্তি করানোর কথা বলে। এক্ষেত্রে সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি করে দিবে বলে জানান। তখন তাকে দেড় লাখ টাকা দেয়া হয়। ভর্তি করতে না পারায় ৫সেপ্টেম্বর বিকেলে তার বাড়িতে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করেন তিনি। এরপর ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করি। যা বর্তমানে তদন্ত চলছে। মামলার কথা শুনে ২৪ সেপ্টেম্বর আব্দুর রব বিশ্বাস লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হত্যার হুমকিসহ পুলিশ দিয়ে ধরিয়ে দেয়াসহ চুরি-ডাকাতির মামলার দেয়ার হুমকি দেন আব্দুর রব। বর্তমানে আব্দুর রব বিশ্বাস আমার নামে বিভিন্ন জায়গা থেকে লিগ্যাল নোটিশ ও পুলিশ দিয়ে হয়রানি করছে। বর্তমানে পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন পার করছি।

আব্দুর রবকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ