ঝিকরগাছায় অনার্স পরীক্ষার্থীর মোবাইল জমা নিয়ে ফেরৎ না দেয়ার অভিযোগ

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে মোবাইল খুঁইয়েছেন এক পরীক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন পরীক্ষার হলে প্রবেশের সময় মোবাইল জমা নিলেও সেটা ফেরৎ দেননি কক্ষ পরিদর্শক।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর নাম জাহিদুর রহমান। তিনি উপজেলার কলাগাছি গ্রামের খলিলুর রহমানের ছেলে। ওই শিক্ষার্থী জানান, তিনি নাভারণ কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার (১২মার্চ) দুপুর ১.০০টা থেকে ঝিকরগাছা মহিলা কলেজে তার ধর্মের সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার হলে ঢুকার পর কক্ষ পরিদর্শক তারসহ সকলের মোবাইল জমা রাখেন। কিন্তু পরীক্ষা শেষে ওই শিক্ষক তার স্যামসাং এ-৩০ সিরিজের মোবাইল ফেরৎ দেননি। পরীক্ষা শেষে মোবাইল ফেরৎ চাইলে তিনি বলেন তার মোবাইল কে নিয়ে চলে গেছে তিনি জানেন না। তার মোবাইল ফেরত না পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

এবিষয়ে জানতে চাইলে কক্ষ পরিদর্শক রকি মাহমুদ জানান, পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসার নিয়ম নেই। কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির নির্দেশনায় সেই মোবাইল জমা নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিল। পরীক্ষার্থীরা যে যার মত পরীক্ষা শেষ করে তাদের মোবাইল নিয়ে গেছে। কেও তার মোবাইল না পেলে তার দ্বায়ভার নিতে পারবোনা।

ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বলেন, পরীক্ষা দিতে আসা একটি ছেলের মোবাইল হারানোর ঘটনা আমি পরে জেনেছি৷ আমি সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসা করলে বলেছে মোবাইল কে নিয়েছে তিনি জানেন না। হয়তো ওই ছেলের কোন বন্ধুও নিতে পারে। উপাধ্যক্ষ জানান এবিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিস্তারিত বলতে পারবে।

পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য নুরুল হুদা মিন্টু জানান, পরীক্ষার হলের ২০০গজের মধ্যে মোবাইল আনার নিয়ম নেই। তবে একটি পরীক্ষার হলে দেখা যায় ৪০জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬জন মোবাইল এনেছে। এজন্য তাদের বহিস্কার না করে কক্ষ পরিদর্শক তার টেবিলে মোবাইল জমা রাখতে বলেন। পরবর্তীতে সেখান থেকে একটি মোবাইল খোঁয়া যায়।

শাহ জামাল শিশির/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ