চৌগাছায় ঠান্ডু মেম্বরকে হত্যা, ঢাকা থেকে তিন আসামি আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) ঠান্ডুকে হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ মার্চ) গভীর রাতে ঢাকা আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদের আটক করা।

আটককৃতরা হলেন, ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার (লে. কর্নেল) এম নাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, গত বছর ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠান্ডু মেম্বর রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি একই এলাকার ফারুক হোসেন, আব্দুল খালেক ও তোতা মিয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব নিশ্চিত হয় ওই তিন আসামি আশুলিয়া সুটিং বাড়ি এলাকায় অবস্থান করছেন। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ