নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নির্মাণাধীন থানা ভবনের পাশ থেকে চাঁদপুর জেলার সদর থানার হান্নান মৃধা (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি চাঁদপুর জেলা সদরের বিষনুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
রবিবার (১৩ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ছোট আঁচড়া গ্রামের বেনাপোল পোর্ট থানার নির্মাণাধীন ভবনের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা লাশটি উদ্ধার করেছে। লাশের পকেটে আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তার নাম হান্নান মৃধা, পিতা-আবুল হোসেন মৃধা, চাঁদপুর জেলার সদর থানার বিষনুদী গ্রামের বাসিন্দা।

