খুলনা প্রতিনিধি: ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ শনিবার (১২মার্চ) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এএসএম আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো: আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আ স ম আশরাফোদ্দৌলা টিটু।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নজরুল ইসলাম/এমআই

