পটুয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুমকি উপজেলার বোর্ড বাজার এলাকায় বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বায়জিদ, হিরা হাওলাদার ও দেলোয়ার হোসেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম জানান, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপ ট্রাক বাউফলের দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে একটি মোটরসাইকেল অতিক্রমকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত হন মোটর সাইকেলের আরো ৪ যাত্রী। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যান। পিকআপ ট্রাকটি জব্দসহ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ