সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পল্লীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্বনাথ দাশ ওরফে (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাটকেলঘাটা থানার তেলকুপি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু মেয়েটি খেলা করে বাড়ি ফিরছিল। পর্থিমধ্যে বিষু ফাঁকা পেয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি কোন ক্রমে ঘাতক ধর্ষকের হাত থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে সব ঘটনাটি খুলে বলে । শুক্রবার সকালে শিশুটির পিতা বাসুদেব দাস বাদী হয়ে পাটকেলঘাটা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পাটকেলঘাটায় থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের চেষ্টা ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নাম্বার ৮। আজ শুক্রবার দুপুরে আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

