নিজস্ব প্রতিবেদক: যশোরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস উল্টে গেছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।
আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে বাসটি যশোর আসার সময় পথের মাঝে লাউজানী গেট নামক স্থানে চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। তখন বাস থাকা যাত্রীরা কম বেশি আহত হন। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলো বলে আহত যাত্রীরা তাৎক্ষনিকভাবে জানায়।

